পবিত্র ঈদ-উল-ফিতর আজ

১৪ মে ২০২১

আজ পহেলা শাওয়াল, পবিত্র ঈদ-উল ফিতর। মুসলিম উম্মাহের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, আনন্দের দিন। সারা দেশে যথাযথভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে ঈদ-উল ফিতর।বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের আকাশে উদিত শাওয়াল মাসের চাঁদ খুশির বারতা নিয়ে এসেছে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশিষ্টজনেরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

করোনার কারণে এবার ঈদের জামাত ঈদগাহে বা উন্মুক্ত স্থানে হবে না।হবে মসজিদে মসজিদে, গতবছরও একই কারণে মসজিদে মসজিদেই জামাত হয়েছিল।এনিয়ে রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয়বারের মতো মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

করোনার সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে ঈদের জামাতে করোনার স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে এপ্রিল মাসের শেষ দিকে বেশ কিছু নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করেছে তারা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানানোর সময় করোনার স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানিয়েছেন সবার প্রতি। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধায় জাতির উদ্দেশে ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ উদযাপিত হবে বলে  ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। বুধবার (১২ মে) সন্ধ্যায়  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তাদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

এদিকে করোনার কারণে গত বছরের মতো এবারও বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময়ে কোনো অনুষ্ঠান রাখা হয়নি। দরবার হলে সীমিত পরিসরের জামাতে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি।পরিবারের সদস্য এবং ‘অতি প্রয়োজনীয়’কর্মকর্তারা জামাতে অংশ নেবেন।দিনটি পরিবারের সদস্যদের সঙ্গে বঙ্গভবনে কাটাবেন রাষ্ট্রপতি। করোনার আগে প্রতি বছর ঈদের দিন নানা শ্রেণি ও পেশার মানুষের পদচারণায় বঙ্গভবন মুখরিত থাকলেও করোনার কারণে গত বছরের মতো এবারও সেটা হবে না। ঈদ উপলক্ষে হাসপাতাল, কারাগার ও এতিমখানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে উন্নতমানে খাবার পরিবেশন করা হবে বলে জানা গেছে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর