মন্তব্য
ফিলিস্তিনের মুসলমানরা জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ১৩ মে সকালে ঈদের নামাজ আদায় করেছে।
গাজায় যেন এক অন্য রকম ঈদ। রক্তাক্ত এক ঈদ পার করছেন ফিলিস্তিনিরা। ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনের এলাকাগুলোতে। বৃহস্পতিবার সকালেও সেখানে বোমা হামলা অব্যাহত ছিল। অনেক ফিলিস্তিনির আজও ঘুম ভেঙেছে বোমার শব্দে।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডটি।