মন্তব্য
২০১৪ সাল থেকে চীনের শিনজিয়াংয়ে অন্তত ৬৩০ জন ইমাম ও অন্যান্য মুসলিম ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে চীন। গ্রেপ্তারের পর ১৮ জন ইমামের মৃত্যুর প্রমাণ পেয়েছেন উইঘুর হিউম্যান রাইটস প্রোজেক্ট।
গ্রেপ্তারকৃত ইমামদের অধিকাংশের বিরুদ্ধে ‘চরমপন্থা প্রচার’, ‘সামাজিক শৃঙ্খলা ভঙ্গের জন্য লোকজন জড়ো করা’ এবং ‘বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের স্বজনরা জানিয়েছেন, মূলত ধর্ম প্রচার, নামাজের জন্য মানুষকে জড়ো করা কিংবা শুধু ইমাম হিসেবে দায়িত্ব পালন করার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজানো হয়।
বিবিসি