মন্তব্য
রক্তাক্ত এক ঈদ পার করছে ফিলিস্তিন। বৃহস্পতিবার সকালেও বোমা হামলা অব্যাহত ছিল। গাজার বেশির ভাগ মানুষ জেগে ছিলেন। বিস্ফোরণের শব্দে একটু পর পর কেঁপে উঠছে ভবনগুলো।
গাজার সিটি কমান্ডার বাসেম ইসা সহ ওই গ্রুপের আরো কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওই হামলায় মারা গিয়েছে বলে নিশ্চিত করেছে হামাস। বৃহস্পতিবার সকালে হামাসের জাতীয় সুরক্ষা ভবনকে লক্ষ্য করে আবার হামলা চালানো হয়েছে।
ইসরাইল বোমা বর্ষণ করছে হামাসের উপস্থিতি থাকা এলাকাগুলোতে। সেই সঙ্গে হামলা চালানো হয়েছে নিরাপত্তা ও পুলিশ দপ্তরগুলোতে।
আলজাজিরা