মন্তব্য
মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সরকার বের করেছে এক অভিনব পন্থা।
তারা পাঁচ সপ্তাহের জন্য একটি লটারির আয়োজন করেছে যেখানে প্রত্যেক বিজয়ী ১০ লাখ ডলার করে পুরস্কার পাবেন।
ওহাইও রাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন বলেছেন, ভ্যাকসিন নিয়েছেন এমন প্রাপ্তবয়স্করাই এই লটারিতে যোগদান করতে পারবেন। পাঁচটি লটারির প্রথমটির বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২৬ মে।