পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সেখানে ২০ শিশুর অস্বাভাবিক মৃত্যু ও হাজার হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সেখানে জরুরি ভিত্তিতে মেডিক্যাল টিম পাঠানোর দাবি জানিয়েছে দলটি। রোববার (৩০ জানুয়ারি) জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে ২০ শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তও দাবি করা হয়েছে। বিবৃতিতে জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ- মার্কসবাদী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হকের নাম উল্লেখ করা হয়েছে।
এমকে