করোনার বিস্তার রোধকল্পে সরকার আরোপিত বিধিনিষেধের (‘লকডাউন’) মেয়াদ আরো সাতদিন বাড়ানো হতে পারে। আর মেয়াদ বাড়ালে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার কথা ভাবা হচ্ছে । এতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ ( সংশোধনী) অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে পুলিশ। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।চলমান বিধিনিষেধের মেয়াদ ১৬ মে শেষ হওয়ার কথা রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশে করোনারভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। আর এ কারণেই সংক্রমণ এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, যেভাবে মানুষ বাড়ি গেছে, মার্কেট করেছে- তাতে নিঃসন্দেহে সংক্রমণ বাড়বে। তাই আবশ্যিকভাবে শতভাগ জনগোষ্ঠীকে মাস্ক পরানোর বিকল্প নেই। এটা বাস্তবায়নের জন্যই পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়ার কথা ভাবা হচ্ছে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ বাড়ায় প্রথমে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ শুরু হয়। পরর্তীতে কয়েক ধাপে বাড়িয়ে মেয়াদ ১৬ মে মধ্যরাত পর্যন্ত করা হয়।
এমকে