মন্তব্য
নড়াইল সংবাদদাতা
নড়াইলে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত হয়েছেন, আহত হয়েছেন তার আরো ৩ বন্ধু। ঈদের দিন শুক্রবার (১৪ মে) বেলা ১১টার দিকে নড়াইল-কালিয়া সড়কের ফুলদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বন্ধু হলেন ওবায়দুল ভূঁইয়া (১৫), সে কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা এলাকার আলমগীর ভূঁইয়ার ছেলে। আহতরা হলেন রামিম, নয়ন ও মাইম শেখ। তাদেরকে নড়াইল ও খুলনার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে ভুক্তভোগীরা ঈদের আনন্দ উপভোগ করতে নসিমনযোগে জামরিলডাঙ্গা এলাকা থেকে ঘুরতে বের হয়। এ সময় নসিমনে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজছিল। হঠাৎ ঘটনাস্থলে নসিমনটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফরহাদ খান/এমকে