চলাচলের ওপর চলমান বিধিনিষেধের মধ্যেও এবার ঈদে ঢাকা ছেড়েছেন অন্ততঃ ৬৫ লাখ মানুষ।বৃহস্পতিবার (১৩ মে) পর্যন্ত নিজেদের তথ্যভাণ্ডার ও কলপ্রবণতা বিশ্লেষণ করে এ কথা বলছে দেশের একটি মোবাইল কোম্পানি।এক ব্যক্তির একাধিক সিম থাকলেও তাকে একজন গ্রাহক হিসেবেই গণ্য করা হয়েছে তাদের এ হিসাবে। এ হিসাবের সঙ্গে ফোন ব্যবহার না করা তরুণ ও শিশুর সংখ্যাও যুক্ত হবে।
গণমাধ্যমকে দেয়া কোম্পানির তথ্যানুযায়ী, এক ব্যক্তির একাধিক মোবাইল ফোন থাকতে পারে, সেটা এ হিসাবের সময় বিবেচনায় নেয়া হয়নি। হিসাবের বাইরে রাখা ধরলে সব মিলিয়ে এ সংখ্যা কোটির ঘর ছুঁতে পারে। গত ৭ মে থেকে ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেন মানুষ।
এর আগে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘গত ৪ থেকে ১১ মে ঢাকা থেকে ঢাকার বাইরে গেছে ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন। এর মাঝে গ্রামীণের সিম ব্যবহারকারী ৪৯ লাখ ২৪ হাজার ৯৯২। রবির সিম ব্যবহারকারী ৫ লাখ ২৮ হাজার ৩৯৩, বাংলালিংকের সিম ব্যবহারকারী ৪ লাখ ৫৩ হাজার ৯১৩ এবং টেলিটক সিম ব্যবহারকারী এক লাখ ৬৪ হাজার ৮০৩ জন।
এমকে