‘আইএসকে প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র’

৩০ জানুয়ারী ২০২২

সিরিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। মার্কিন সেনারা সিরিয়াতে যে সকল সহিংসতা চালিয়েছে তার বিরুদ্ধে প্রমাণসহ মামলাও করার হুমকি দিয়েছে দেশটির সেনা আইন কর্মকর্তা। মামলায় মার্কিন কর্মকর্তাদের জন্য শুধু দণ্ডই চাওয়া হবে না বরং ক্ষতিগ্রস্ত সিরিয়ানদের জন্য ক্ষতিপূরণও চাওয়া হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আদালতে এসব মামলা করা হবে। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে সিরিয়ার বাশার সরকার এসব জানিয়েছে।

 

দেশটির সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে (কুর্দি) বিচ্ছিন্নতাবাদ প্রকল্প চালু করেছে যুক্তরাষ্ট্র। একইসাথে অনেক উগ্রবাদী আইএস সদস্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে।

 

সিরিয়াতে মার্কিন সেনাদের উপস্থিতি অবৈধ উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র দেশটিতে তাদের সামরিক অবস্থান বজায় রেখেছে। এছাড়া সিরিয়াতে মার্কিন সেনাদের ঘাঁটি স্থাপন করতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অনুমতিও নেয়া হয়নি।

 

মিডল ইস্ট মনিটর/আরআই


মন্তব্য
জেলার খবর