‘ভারতের ফাঁদে পড়ে সিরিজ হেরেছিলাম’

১৪ মে ২০২১

ভারতের ফাঁদে পড়েই ঘরের মাঠে দল সিরিজ হেরেছিলো বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পাইন। সম্প্রতি ক্রিকেটডটকমএইউকে দেয়া এক সাক্ষাৎকারে পাইন এ কথা বলেন। 

তিনি বলেন, ‘নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি সিরিজ থেকে চলে যাবার পর মাঠের বাইরের দিকে বেশি মনোযোগি ছিলো ভারত। এমন জিনিস নিয়ে তারা কথা বলতো যা সিরিজের সাথে সম্পৃক্ত ছিলো না। আমরা সেই ফাঁদে পা দিয়েছিলাম বলেই সিরিজ হারতে হয়েছিলো আমাদের।’

তিনি আরও বলেন, ‘সিরিজ নিয়ে খুব বেশি চিন্তা না করায়, ভারত খোলা মনে খেলতে পারে। তাই তাদের উপর চাপ কম ছিলো। চাপ না থাকায় সিরিজ জয়ের স্বাদও নিতে পারে তারা।’

বিরাট কোহলিকে ছাড়া চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারত। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেন কোহলি।


মন্তব্য
জেলার খবর