দলে ফিরলেন নেইমার-আলভেস-ফ্রেড

১৫ মে ২০২১

ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘোষিত দলে ফিরেছেন নেইমার-দানি আলভেস-ফ্রেড।

৪ জুন ইকুয়ডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৮ জুন অ্যাওয়ে ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে তারা।

প্রথম চার ম্যাচের সব ক’টিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। তিনটি জয় ও একটি ড্র’তে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিওনেল মেসির আর্জেন্টিনা।

ব্রাজিল দল :

গোলরক্ষক : অ্যালিসন , ওয়েভার্টন , এডারসন।

ডিফেন্ডার : দানিলো, দানি আলভেস, রেনান লোদি , অ্যালেক্স সান্দ্রো, লুকাস ভারিসিমো, থিয়াগো সিলভা , মার্কুইনহোস, মিলিটাও।

মিডফিল্ডার : কাসেমিরো, পাকুয়েটা , ফাবিনহো , ফ্রেড , ডগলাস লুইজ , রিবেইরো।

ফরওয়ার্ড : রিচার্লিসন, ফিরমিনো, গাব্রিয়েল হেসুস, নেইমার, গাব্রিয়েল বার্বোসা, এভার্টন সেবোলিনহা, ভিনিসিয়াস জুনিয়র।


মন্তব্য
জেলার খবর