মন্তব্য
ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক দখলকৃত জেরুজালেম তথা ইসরায়েলের উত্তরাংশ এবং অধিকৃত পশ্চিম তীরে প্রবল তুষারপাতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার। এতটাই তুষারপাত হয় যে তুষারের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, বরফ জমে যাওয়ায় ইসরায়েল পুলিশ বিপজ্জনক রাস্তার অবস্থার কারণে পার্বত্য পশ্চিম তীরের প্রধান মহাসড়কগুলোও বন্ধ করে দিয়েছে। জেরুজালেমে এমন ভারী তুষারপাত আগে কখনও দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দা ৩৯ বছরের আবেদ শাবনি বলেন, ‘আমি এতো বছরের মধ্যে কখনো এমনটা দেখিনি। এই অবস্থায় স্কুল নেই, তাই আমি বাইরে বের হয়ে বাচ্চাদের তুষারমানবী ও তুষারবল তৈরি করে দিচ্ছি। আমি মনে করি, এটা ভালো চিহ্ন। আশা করছি, এটা ভালো বছর হবে।’
আরআই