চট্টগ্রাম সংবাদদাতা
চট্রগ্রামে এক আবাসিক হোটেলের কক্ষে বিবাহিতা সাবেক প্রেমিকাকে ধর্ষণের চেষ্টার সময় ইসলামী ব্যাংকের এ্যাসিন্টান্ট ম্যানেজারকে আটক করে পুলিশে দিয়েছে হোটল কর্তৃপক্ষ। রোববার এ ঘটনা ঘটে। আটক এ্যাসিন্টান্ট ম্যানেজারের নাম সামছুল হুদা জিকু (২৬), তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার আব্দুর রশিদের ছেলে। বগুড়ার কাহালু উপজেলা তার কর্মস্থল।
পুলিশ জানায়, ভুক্তভোগীকে ব্ল্যাককমেইল করে হোটেলে নিয়ে যায় জিকু। সম্পর্ক থাকাকালে এ যুগলের ক্যামেরাবন্দি ছবি ভুক্তভোগীর স্বামীসহ স্বজনদের দেখানোর ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হয়। ধর্ষণের চেষ্টার সময় চিৎকার শুরু করলে অভিযুক্তকে আটক করে হোটেলের লোকজন।
পুলিশ আরো জানায়, ২০১৮ সালের দিকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠলেও ২০২০ সালে ব্যাংকে চাকরি পাওয়ার পরে সম্পর্ক ছিন্ন করেন জিকু। পরবর্তীতে ভুক্তভোগীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের খবর জানার পর থেকেই ভুক্তভোগীকে তার সঙ্গে যোগাযোগের চাপ দেয় অভিযুক্ত। এক পর্যায়ে এ জুটির যুগল ছবি প্রকাশের ভয় দেখালে তাদের মধ্যে পুনরায় মোবাইলে কথাবার্তা শুরু হয়। ঘটনার দিন নিজের সঙ্গে তাকে দেখা করতে চাপ দেন জিকু। এতে আপত্তি করলেও জিকুর তরফ থেকে পুনরায় ছবি প্রকাশের হুমকি পেয়ে দেখা করতে আসলে ভুক্তভোগীকে ওই হোটেলে নিয়ে যায় অভিযুক্ত।
কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বলেন, ভুক্তভোগীর মা-বাবা কেউ বেঁচে নেই। পালক মা-বাবার কাছে বড় হয়েছেন তিনি। সেই সুযোগ নিয়েছে জিকু। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছে জিকু। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দিলীপ কুমার তালুকদার/এমকে