মন্তব্য
ইরান নিজেদের তৈরি সুপার কম্পিউটার 'সিমোর্গ' উদ্বোধন করেছে। এর মধ্যদিয়ে বিশ্বের সুপার কম্পিউটারের অধিকারী দেশগুলোর তালিকায় জায়গা করে নিল ইরান।
সিমোর্গ সুপার কম্পিউটারটি যৌথভাবে তৈরি করেছে ইরানের প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণাকেন্দ্র ও আমির কাবির বিশ্ববিদ্যালয়।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো নিশ্চিত করতে এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে।
এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেগা ডেটা বিশ্লেষণ, আবহাওয়ার পূর্বাভাস, ভূমিকম্পের বিষয়ে আগাম সংকেত সংক্রান্ত প্রকল্প বাস্তবায়ন এবং জেনেটিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
পার্সটুডে