করোনা মোকাবিলায় ১১ কোটি রুপি সহায়তা

১৭ মে ২০২১

ভারতের অন্যতম জনপ্রিয় তারকা জুটি বিরাট কোহলি এবং আনুশকা শর্মাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা তৈরি করেছেন একটি ফান্ড তৈরি করেছিলেন।

৭ কোটি রুপির লক্ষ্য থাকলেও সে ফান্ডে এখন টাকা জমা হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ১১ হাজার ৮২০ রুপি।

চলতি মাসের ৭ তারিখ থেকে #ইন_দিস_টুগেদার ট্যাগ লাইন ব্যবহার করে একটি ক্যাম্পেইন চালু করেন বিরাট এবং আনুশকা। প্রথম অবস্থায় নিজেদের এই ক্যাম্পেইনে ২ কোটি রুপি অর্থ প্রদান করেন তারা। 


মন্তব্য
জেলার খবর