এই কঠিন সময়ে বেশি বেশি প্রার্থনা দরকার : অনিল কাপুর 

১৭ মে ২০২১

 মি. ইন্ডিয়াখ্যাত জনপ্রিয় তারকা অনিল কাপুর টুইটারে দেয়া শুভেচ্ছা বার্তা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। এতে তিনি এই অন্ধকার সময় কেটে গিয়ে যেন আলোর দেখা মেলে সেই লক্ষ্যে একটি প্রার্থনামূলক কবিতা শেয়ার দিয়েছেন।

পাশাপাশি তিনি বলেন, ‘তাদের জন্য প্রার্থনা যারা আর পারছেন না। এই কঠিন সময়ে অনেকের বেশি বেশি প্রার্থনা দরকার। যাদের আর কেউ নেই তাদের জন্য আরও বেশি বেশি প্রার্থনা। এই ঈদে আমরা তাই করবো, আপনাদের সবার জন্য।’


মন্তব্য
জেলার খবর