মন্তব্য
টুইটারে আল-আকসার ছবি দিয়ে মিসরীয় ফুটবল তারকা মোহাম্মদ আল-নানি তার পোস্টে বলেন, ‘আমার হৃদয়, আত্মা ও সমর্থন ফিলিস্তিনের জন্য।’ তার এই পোস্টের পর ইহুদিরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আর্সেনালের কাছে এ নিয়ে অভিযোগ দিয়েছেন।
আর্সেনাল জানিয়েছে, ক্লাবের যে কোনো কর্মী ও আমাদের খেলোয়াড়েরা তাদের প্ল্যাটফর্মে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার অধিকার রাখেন। আমরা আল-নানির সঙ্গে এ নিয়ে কথা বলেছি, যাতে তার পোস্টের প্রভাব বুঝতে সে সক্ষম হয়।