কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দাফনের ২৬ দিন পর ময়নাতদন্তের জন্য গৃহবধূ শিলা খাতুনের (৩২) লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। সোমবার (১৭ মে) দুপুরে লাশটি উত্তোলন করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশ উত্তোলনকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমীন উপস্থিতি ছিলেন।
লাশ দাফনের ৬ দিন পর শিলা খাতুনের ভাই আব্বাস মিয়া থানায় অভিযোগ করেন- যৌতুক না পেয়ে তার বোনকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ৪ মে থানায় একটি হত্যা মামলা হয়। শিলা খাতুন উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জলের স্ত্রী। ২০ এপ্রিল সকালে বাঁশগ্রাম বাজার সংলগ্ন কবরস্থানটিতে তাকে দাফন করা হয়, ১৯ এপ্রিল তার মৃত্যু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) পীযুষ কান্তি কর্মকার বলেন, তদন্তের স্বার্থে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে পুলিশ।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন।
মামলার বাদী আব্বাস মিয়া জানান, ১৪ বছর আগে উজ্জলের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর পরিবার থেকে যৌতুকের টাকা ও উজ্জলকে সেনাবাহিনীর চাকরি যোগাড়ের ব্যবস্থা করে দেয়ার জন্য বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল।
মাহমুদ শরীফ/এমকে