সরকারি চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭ মে ২০২১

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর সদর উপজেলায়  জেলেদের জন্য বরাদ্দ দেয়া সরকারি চাল আত্মসাতের মামলায় ছোটবিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে  পুলিশ। রোববার সন্ধায় পটুয়াখালীর বসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন,  ঈদুল ফিতর উপলক্ষে এ ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেয়া হয় ।  বুধবার (১২ মে)  পটুয়াখালী খাদ্য গুদাম থেকে এ চাল নিয়ে ট্রলার  ভুতুমিয়া লঞ্চঘাট এলাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু পথে ৩২ বস্তা চাল সরিয়ে ফেলা হয়।অবশিষ্ট  চালসহ  ট্রলার লঞ্চঘাটে  নোঙ্গর করে রাখা হয়। এদিকে চাল সরিয়ে ফেলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে লঞ্চঘাট এলাকায় বিক্ষোভ মিছিল করেন সাধারণ মানুষ। এ ঘটনার পরদিন আরও ১১ বস্তা চাল আত্মসাতের অভিযোগ ওঠে  চেয়ারম্যানের বিরুদ্ধে। এসব ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে পটুয়াখালী সদর থানার মামলা করা হয়। 

 

সুনান বিন মাহাবুব/এমকে

 


মন্তব্য
জেলার খবর