চট্টগ্রাম সংবাদদাতা
নিজের স্ত্রীকে হত্যার দায় স্বীকার করতে রাজি হওয়ায় ম্যাজিস্টেট্রেরে কাছে জবানবন্দি দিতে দুই দফা আদালতে নেয়া হয় সাবেক এসপি বাবুল আক্তারকে। কিন্তু প্রথমবারের মতো দ্বিতীয়বারেও সুর পাল্টান তিনি, বেকে বসেন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেবেন না। শেষ পর্যন্ত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। সোমবার (১৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত এ আদেশ দেয়। এর আগে কঠোর গোপনীয়তায় তাকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেয় পিবিআই। তার আগে গত ১২ মে বাবুল আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা বললেও অবশেষে দেননি বলে জানান পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সব প্রস্তুতি নিয়েই আদালতে তাকে হাজির করা হয়। কিন্তু বিচারকের খাস খামরায় গিয়ে তিনি সময়ক্ষেপণ করার পর জানান- স্বীকারোক্তি দিবেন না।দ্বিতীয় দফা রিমাণ্ডে আনা হবে কি-না জানতে চাইলে বলেন, রিমাণ্ডের বিষয়ে স্যারদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে।
সিএমপির এসি প্রসিকিউশন কাজী সাহাব উদ্দীন আহমেদ বলেন, পাঁচ দিনের রিমাণ্ড শেষে পিবিআই বাবুল আক্তারকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে হাজির করায় নতুন কোনো রিমাণ্ড আবেদন করেনি। গত বুধবার (১২ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় স্বামী বাবুল আক্তারের পাঁচদিনের রিমাণ্ড মঞ্জুর করেন। মিতুর বাবা ও সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের নামে এ মামলা করেন। তদন্তের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে মামলাটি হস্তান্তর করে পাঁচলাইশ থানা পুলিশ।
গত ১২ মে এক টিভি টকশোতে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, বুধবার মামলার প্রধান আসামি বাবুল আক্তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলেও আগ মুহূর্তে গিয়ে তা করলেন না। ফলে মামলাটি আরও পাঁচ দিন বিলম্ব হলো। তাকে পাঁচ দিনের রিমান্ডে আনতে হলো। আর ক’জন আসামি বাইরে আছে, তাদেরও ধরতে হবে। কিছু কাগজপত্র জোগাড় করা বাকি, সেটা হলে দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশীট দেয়া হবে। সময় নির্ধারণ করে বলতে না পারলেও দ্রুত সময়ের মধ্যে এ মামলার তদন্ত নিষ্পত্তি করা হবে। প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ের প্রকাশ্য সড়কে গুলিতে ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা আক্তার মিতু।
দিলীপ কুমার তালুকদার/এমকে