শেষ হচ্ছে ৬ষ্ঠ ধাপের নির্বাচন

৩১ জানুয়ারী ২০২২

সোমবার (৩১ জানুয়ারি) ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৬ষ্ঠ ধাপে তফসিল ঘোষিত ইউপি নির্বাচনের ভোট। এ ধাপে  ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি  ইউপিতে ভোট হচ্ছে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতি ছাড়াই চলবে ভোটগ্রহণ। দুই ইউপি ছাড়া বাকিগুলোতে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট হচ্ছে, দুই ইউপির ভোট হচ্ছে ব্যালটে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ করতে ভোটের আগের দিন রোববার সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া করোনা ঊর্ধ্বগতির কারণে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি নিশ্চিতে ইসির পক্ষ থেকে ভোটকেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এর আগে পাঁচ ধাপে ৩ হাজার ৫৫০টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। এসব ধাপে ভোটের আগে-পরে ও ভোটের দিনে নির্বাচনি সংহিতায় ৯৫ জনের প্রাণহানি হয়েছে। সেই ধারাবাহিকতায় ৬ষ্ঠ ধাপেও সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ।

প্রাপ্ত তথ্য বলছে, ৬ষ্ঠ ধাপে প্রার্থী হয়েছেন মোট ১১ হাজার ৬০৪ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯, সংরক্ষিত আসনে ২ হাজার ৫৫৯ জন এবং  সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন। ভোটার রয়েছে নারী ও পুরুষ মিলে মোট ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে পুরুষ ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন, নারী ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছেন ৬ জন।

ইসির তথ্যানুযায়ী,  এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন ১২ জন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৩২ এবং সাধারণ সদস্য পদে ১০০ প্রার্থীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী নেই । নির্বাচনি এলাকায় শনিবার (৩০ জানুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৫৪ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে  নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর