মন্তব্য
রোববারের হামলায় ধ্বংসস্তূপে আটকাপড়া এক ফিলিস্তিনির করুন আর্তনাদ উঠে এসেছে সংবাদমাধ্যমে।
এক ভিডিওতে দেখা যায়, ওই ফিলিস্তিনি তার মায়ের কাছে করুন কণ্ঠে বলছেন, মা আমাকে একা রেখে যেও না। আমার সঙ্গে থাকো। আরব দেশগুলো, তোমরা কোথায়? আমরা ধ্বংসস্তূপে চাপা পড়েছি।
ইসরাইলের হামলায় বহু ভবন নিশ্চিহ্ন হয়ে গেছে। সংবাদমাধ্যমের ভবনও মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল। আহতদের জায়গা দিতে হিমসিম খাচ্ছে হাসপাতালগুলো।
মিডল ইস্ট আই