মন্তব্য
গাজায় ইসরাইলি তাণ্ডবের নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ফিলিস্তিনি-আমেরিকান মডেল বেল্লা হাদিদ। স্থানীয় সময় রোববার গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদ জানাতে নিউইয়র্কের রাস্তায় বিক্ষোভ করেন হাজারো মানুষ। ওই বিক্ষোভে অংশ নেন বেল্লা হাদিদ।
বিক্ষোভকারীরা নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
বিক্ষোভে অংশ নিয়ে বেল্লা তার ইন্সটাগ্রামে দেওয়া একটি পোস্টে লেখেন, ‘আমি হৃদয় দিয়ে অনুভব করি... সুন্দর, আধুনিক, শ্রদ্ধাশীল, ভালোবাসার, উদার ও দয়ালু ফিলিস্তিনিদের জন্য একটি থাকার জায়গা...আমরা সত্যিই অসহায়। ফিলিস্তিন স্বাধীন, সব সময়ই স্বাধীন।’