মন্তব্য
রোববার মধ্যরাতের পর পরই গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত তিনটি ভবন ধসে পড়ে এবং অনেকে নিহত হয়। শুধু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েল। বিমান হামলাও চালিয়েছে একের পর এক।
বর্বরোচিত ইসরায়েলি সে বিমান হামলায় বেঁচে যাওয়া ৬ বছরের ছোট্ট শিশু সুজি এশকুনতানা। বিমান হামলা চালিয়ে তার বাড়ি গুড়িয়ে দেয় ইহুদিরা। সে হামলায় তার ৪ ভাইবোন এবং মা মারা যায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় সুজি।
ধ্বংসাবশেষের নিচে ছয় ঘণ্টা ধরে আটকে ছিল ছোট্ট সুজি। বর্তমানে সে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় চিকিৎসা নিচ্ছে। তার বাবাও আহত হয়ে একই হাসপাতালে ভর্তি।
ডেইলি সাবাহ