ঢাকা মেডিক্যাল কলেজে রাজস্ব খাতে লোকবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অধ্যক্ষের কার্যালয়ে একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। আবেদনের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, ২০২২।
১. মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে মেডিক্যাল টেকনোলজি (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
২. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৩. অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১২ জনকে নেওয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২.৪৯০ টাকা।
৪. ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২.৪৯০ টাকা।
৫. গাড়িচালক পদে (১৫ ও ১৬ গ্রেডে) ২ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গ্রেড ১৫ এর ক্ষেত্রে ভারি যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। গ্রেড ১৬ এর ক্ষেত্রে হালকা যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা ও ৯,৩০০-২২.৪৯০ টাকা।
৬. কার্পেন্টার পদে নেওয়া হবে ১ জনকে। প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।
৭. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট নেওয়া হবে আরো দুজনকে। আগ্রহীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।
৮. অফিস সহায়ক পদে সবচেয়ে বেশি লোকবল নেওয়া হবে। এ পদে মোট ৭৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
বিজ্ঞপ্তি অনুসারে সকল পদের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর। আরো বিস্তারিত জানা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেই।
আরআই