ঈদ পরবর্তী বাজারে পেঁয়াজের দাম কমেছে, কেজিতে ৪/৫ টাকা। ঈদের আগে আমদানির পেঁয়াজে দাম ৫ টাকার মতো বাড়লেও ঈদে পর কিন্তু বাড়েনি। বাজারে ক্রেতা কম থাকায় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেশি আছে।আমদানির পেঁয়াজের দাম কিছুটা বাড়তি হলেও দেশি পেঁয়াজের দাম কমে আসায় সার্বিকভাবে বাজার স্থিতিশীল। তারা বলছেন, ঈদের পর যেটুকু চাহিদা তৈরি হয়েছে তা দেশি পেঁয়াজেই পূরণ করা যাচ্ছে। যে পেঁয়াজ ঈদের আগের দিন ৪৫ টাকা কেজি বিক্রি হয়েছে, এখন সেই পেঁয়াজ ৩৮ টাকা কেজি বিক্রি হচ্ছে। আমদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে ঈদের আগের দামেই (৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে)। ঈদের দুই দিন আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা।
সরকারের বিপণন সংস্থা টিসিবি’র তথ্যও বলছে, ঈদের পর পেঁয়াজের দাম বাড়েনি। বরং খুচরা পর্যায়ে রোববার (১৬ মে) থেকে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৭ শতাংশ কমেছে। আমদানির পেঁয়াজের দাম ঈদের আগে ১২ মে বেড়েছে ৭ শতাংশ।
এমকে