মন্তব্য
ফ্লোরিডার হলিউডে হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বসেছিলো মিস ইউনিভার্সের ৬৯তম আসর।
এবার সেরা সুন্দরীর মুকুট জিতে নিয়েছেন ২৬ বছর বয়সী আন্দ্রে মেজা। তিনি পেছনে ফেলেছেন সারা বিশ্বের ৭০ জন প্রতিযোগীকে।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় হয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।