নয়া দামান গানে সোলাইমান সুখনের নাচ

১৮ মে ২০২১

সিলেটের আঞ্চলিক ভাষার তুমুল জনপ্রিয় 'নয়া দামান' গানটি অনেকেই গেয়েছেন। 

ফেসবুক ও অন্যান্য মাধ্যমে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সোলাইমান সুখন নিজের ফেসবুকে নয়া দামান গানের একটি ভিডিও আপলোড করেন। এরপর হুহু করে তা ছড়িয়ে পড়ে।

ভিওডিওতে সোলাইমান সুখনসহ আরো তিনজন ছিলেন যারা একইসঙ্গে গানের সঙ্গে নেচেছেন। 


মন্তব্য
জেলার খবর