চতুর্থ জেআরপিতে থাকছে ভাসানচর ইস্যু

১৮ মে ২০২১

চতুর্থ জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) এ ভাসানচরের বিষয়টি থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার (১৭ মে) নিজের দফতরে ব্রিফিংকালে সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, জেআরপি মঙ্গলবার (১৮ মে) ঘোষণা করা হবে। এবারের জেআরপিতে শিক্ষার বিষয়টি থাকবে। মিয়ানমারের কারিকুলামে রোহিঙ্গাদের শিক্ষা দেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভাসানচরের জন্য তহবিল জোগাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।জাতিসংঘের টেকনিক্যাল টিম প্রাথমিকভাবে ভাসানচর দেখে এসেছেন।সরকারের সঙ্গে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যান্য যে দাতাদেশ জেআরপিতে অবদান রাখে, সবাই ইতিবাচক বলেছে। চূড়ান্ত ঘোষণা জাতিসংঘ নিজেই দেবে।

প্রতিমন্ত্রী জানান, ভাসানচরের দায়িত্ব যখন জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে, তখন পর্যালোচনা করা হবে— সেটির জন্য কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে। তখন যে অর্থ আছে, সেখান থেকে এবং নতুন করে তহবিল চাওয়া হবে। প্রসঙ্গত, এবারের জেআরপিতে সারা বছরের জন্য ৯৪ কোটি ডলারের সহায়তা চাইবে জাতিসংঘ।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর