সূচকের পতন, বেড়েছে লেনদেন

৩১ জানুয়ারী ২০২২

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সিংহভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর। সেই সঙ্গে দেখা গেছে তিন সূচকের সবগুলোরই পতন। তবে ইতিবাচক খবর- আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন, পরিমাণে ১১৪ কোটি ১৩ লাখ টাকা।

বাজার তথ্য বলছে, শেয়ার লেনদেন হওয়া মোট ৩৮০টি কোম্পানির মধ্যে দর কমেছে ২২৯টির, বেড়েছে ১১৮টির এবং বাকি ৩৩টির  অপরিবর্তিত থাকে। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৫ দশমিক ৯৯, ডিএসইএস  ৮ দশমিক ৮০ ও  ডিএস-৩০ ১৭ দশমিক ১৮ পয়েন্ট কমেছে। দিন শেষে ডিএসইএক্স ৬ হাজার ৯৯১ দশমিক ৫৫, ডিএসইএস এক হাজার ৪৯১ দশমিক ১৬ ও ডিএস-৩০ দুই হাজার ৫৮৫ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় এক হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর  পরিমাণ ছিল এক হাজার ২১৯ কোটি টাকা। রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে।  লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, লেনদেন হয়  ১০৫ কোটি ৭ লাখ টাকার শেয়ার।  আর ১০ শতাংশ বাড়ায় দর বৃদ্ধির শীর্ষে নামে আসে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে দর কমেছে ১৭৮টির, বেড়েছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৫৮ দশমিক ০৭ কমে ১২ হাজার ৩০৮ দশমিক ৩১ ও সিএএসপিআই ৯৭ দশমিক ২৫ কমে ২০ হাজার ৪৮৯ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ছয় কোটি ৭৬ লাখ টাকা, লেনদেন হয় ৪১ কোটি ২৯ লাখ টাকার  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৪৮ কোটি ৫ লাখ টাকা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর