সরকার পরিকল্পনাবিহীন অবস্থায় দেশ পরিচালনা করছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আওয়ামী লীগের লোকজনও জানেন না সরকার কীভাবে চলছে, কারা চালাচ্ছে। সোমবার (১৭ মে) ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন একটি পুলিশি রাষ্ট্র। আর সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি ও লুটপাট জারি রাখার জন্য জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে।তিনি বলেন, সরকার ডিজিটাল সিকিউরিটি আইন দিয়ে মানুষের কথা বলার স্বাধীনতাকে শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছে।কোনো রিপোর্ট তাদের বিপক্ষে গেলেই সেই সাংবাদিককে বিভিন্ন মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়। সোশ্যাল মিডিয়ায় শিশু থেকে শুরু করে গৃহবধূ পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় হয়রানি হচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, মহামারি করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের চরম ব্যর্থতা, উদাসীনতা শুধু বলবো না- এটা হচ্ছে তাদের অজ্ঞানতা। তাদের ব্যর্থতার কারণেই আজ এ অবস্থা সৃষ্টি হয়েছে। মানুষ খেতে পায় না, অথচ তাকে ঘরের মধ্যে বসে থাকতে বলছে সরকার। বসে থাকবে, আগে তাদের খাবারের ব্যবস্থা করতে হবে।
ঈদে বাড়িফেরা মানুষের দুর্ভোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঈদের জন্য সরকার মাত্র তিন দিন ছুটি ঘোষণা করেছে। কিন্তু মানুষতো থেমে নেই। দুর্ভোগের মধ্যে অতিরিক্ত টাকা খরচ করে তারা বাড়িতে রওনা হয়েছে ও ছুটি শেষে তাড়াহুড়ো করে ঢাকায় ফিরছে। সরকার নামেমাত্র লকডাউন দিয়েছে, কিন্তু এর আড়ালে তারা ক্র্যাকডাউন দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি মামুন উর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এমকে