মন্তব্য
চলতি অর্থবছরে (২০২০-২১)দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২৭ মার্কিন ডলার। বাড়ার আগে এ আয় ছিল দুই হাজার ৬৪ মার্কিন ডলার। সেই হিসাবে অঙ্কে বেড়েছে ১৬৩ ডলার, আর শতকরায় ধরলে দাঁড়ায় ৯ শতাংশ। সোমবার (১৭ মে) মন্ত্রিসভা বৈঠকে অনানুষ্ঠানিক বক্তব্যে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনা মন্ত্রী আরো জানান, মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি টাকা। আগে জিডিপি ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩২৮ কোটি টাকা। সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রীর বরাত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
এমকে