বৃষ্টিতে ভেজার ভয়ে দৌড়, বজ্রপাতে মৃত্যু

১৮ মে ২০২১

 

সুনামগঞ্জ সংবাদদাতা

বৃষ্টিতে ভেজার ভয়ে দৌড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার সময় বজ্রপাতে পথেই আবু তাহের (৩৫)  নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দর্ঘটনা ঘটে। আবু তাহের দোয়ারা বাজার সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার  আগে হঠাৎ করে ঝড়ো বাতাস ও প্রচন্ড বৃষ্টি শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেতরে আশ্রয় নেয়ার জন্য দৌড় দেন আবু তাহের। বাজার করতে দোয়ারাবাজার সদরে আসেন তিনি। দোয়ারা বাজার থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নাজির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

মনোয়ার চৌধুরী/এমকে

 


মন্তব্য
জেলার খবর