আবাদ মৌসুমের জন্য এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), মরক্কো ও রাশিয়া থেকে এ সার কিনতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সব মিলে ৮৪৪ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৮৭৫ টাকা। রোববার (৩০ জানুয়ারি) এ-সংক্রান্ত পৃথক চারটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের জানান,বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) -এর মাধ্যমে এ সার কেনা হবে। কাফকো থেকে ২০১ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ৭৫০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে বিসিআইসি। ওসিপি এসএ মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ৩০৪ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকায় ও ওসিপি এসএ মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার ১৮৫ কোটি ৯ লাখ ৩৫ হাজার ৫০০ টাকায় আমদানি করবে বিএডিসি। আর জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ‘প্রডিন্টরগ’ রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার ১৫৩ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৬২৫ টাকায় আমদানি করবে।
এমকে