নড়াইল সংবাদদাতা
নড়াইলের কালিয়ায় শিশু নির্যাতন মামলার প্রধান আসামি নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ ফোরকান মোল্যাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ মে) দুপুরে নড়াগাতি আমলী আদালতের ম্যাজিস্ট্রেট হেলাল আহম্মেদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সুপারি চুরির অভিযোগে শাহ ফোরকান মোল্যা মামলার ভিকটিম ১২ বছরের রাজুকে ব্যাপক মারধরসহ লাথি মারেন। একই সঙ্গে শিশুটিকে গালিগালাজ করেন। ঘটনাটি ২০২০ সালের ২৪ ডিসেম্বর ঘটলেও ১০ মে রাতে ফেসবুকে পোষ্ট করা একটি ভিডিওয়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে, ঘটনার সঙ্গে জড়িতদের বিচারও দাবি ওঠে।
এ ঘটনায় গত ১০ মে রাতেই রাজুর বাবা পদ্মবিলা গ্রামের কাইয়ুম চৌধুরী বাদী হয়ে ফোরকান মোল্যাসহ তিনজনের নামে নড়াগাতী থানায় মামলা করেন। ফেসবুকে পোষ্ট করা ভিডিওচিত্রে দেখা গেছে, ফোরকান মোল্যা ছাড়াও সাদা গেঞ্জি পরিহিত এক ব্যক্তি শিশুটিকে ব্যাপক মারধর করছে। এ সময় আত্মচিৎকার করে বাঁচার চেষ্টা করছে শিশুটি। অভিযুক্তদের কথাবার্তায় জানা যায়, মধুপুর এলাকায় সুপারি চুরির ঘটনা ঘটে।
ফরহাদ খান/এমকে