মন্তব্য
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত ৩০ জন মারা গেছেন । নমুনা পরীক্ষায় করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছে এক হাজার ২৭২ জন। পাশাপাশি এ রোগ থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১৫ জন। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সাত লাখ ৮২ হাজার ১২৯ জনের। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ২১১ জন। সুস্থ হয়েছেন সাত লাখ ২৪ হাজার ২০৯ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ১৬ জন। বিভাগভিত্তিক ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে আট জন, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে দুই জন করে এবং রংপুর একজন। সরকারি হাসপাতালে ১৮ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাড়িতে দুই জন মারা গেছেন।
এমকে