আরও বেশি পরিশ্রম করতে হবে : সালমান

১৯ মে ২০২১

এক সাক্ষাৎকারে সালমান খান বলেন, ‘আমার বয়স এখন ৫৫-৫৬। কিন্তু ১৪-১৫ বছরে বয়সে আমি যা করতাম এখন আমি তাই করছি।

এই প্রজন্মে টাইগার শ্রফ আছেন। বরুণ ধাওয়ান, রণবীর সিং এবং আয়ুষ শর্মারা আছেন। তাই আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।’

সালমান বিশ্বাস করেন পরিশ্রমের বিকল্প নেই। পরিশ্রমের দাম দর্শক দেবেন। বলিউড ভাইজানখ্যাত এ অভিনেতা জানান, ঘুরে দাঁড়াতে আরও বেশি ঘাম ঝরাবেন তিনি।


মন্তব্য
জেলার খবর