ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগে প্রধানমন্ত্রীর ‘না’

১৯ মে ২০২১

দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রত্যেক মন্ত্রণালয় যেন তার গবেষণা খাতের বরাদ্দ যথাযথভাবে খরচ করে, সেটাও দেখতে বলেছেন। মঙ্গলবার (১৮ মে)  জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশনা দেন। সভা শেষে অনলাইনে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য দেন।

আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের বিষয়ে এ সভা হয়। সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন পরামর্শক যতখানি দরকার, ততটাই নেওয়া হবে। ঢালাওভাবে নয়, চোখ বন্ধ করে নেওয়া যাবে না। যাচাই-বাছাই করে প্রয়োজনের তাগিদেই কেবল পরামর্শক নিয়োগ দিতে হবে। প্রকল্পের বিষয়ে বলছেন, করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত শেষ করতে। এর মধ্যে জনসম্পৃক্ত প্রকল্পগুলোর দিকে বিশেষ নজর দিতে বলেছেন। গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর