মন্তব্য
প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে উত্তাল সরব নেট দুনিয়ার বাসিন্দারা। যার যার অবস্থান থেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরাও। নেট দুনিয়ায় #FreeRozina এবং #JournalismIsNotACrime লিখে রোজিনার পাশে দাঁড়িয়েছেন শোবিজ তারকাও।
ফেসবুকে বিনোদনজগতের অনেকেও সাংবাদিক রোজিনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাউলশিল্পী কুদ্দুস বয়াতী ১৮ মে এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন-
'সাংবাদিক নয়, দুর্নীতিবাজদের ধরুন.. ...
রোজিনা ইসলামের মুক্তি চাই...'