মৎস্য অধিদপ্তরের ১৪-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষা স্থগিত

৩১ জানুয়ারী ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মৎস্য অধিদপ্তর ১৪-২০ গ্রেডের সাত ধরনের পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। মৎস্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে ১৪-২০ গ্রেডের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এসব পদের লিখিত পরীক্ষা আগামী ৪ ও ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, মৎস্য অধিদপ্তরের এসব গ্রেডের এমসিকিউ পরীক্ষা গত ১৭ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৪ ও ১১ ফেব্রুয়ারি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর