মন্তব্য
ভারতজুড়ে ঘাটতি দেখা দিয়েছে আইসোলেশন সেন্টারের। এমন অবস্থায় হাসপাতালে জায়গা না পেয়ে গাছের ডালে মাচা বানিয়ে আইসোলেশনে থাকার ব্যবস্থা করেছেন এক যুবক।
ওই যুবকের নাম শিবা। ১৮ বছর বয়সী শিবা তেলেঙ্গানার নলগোন্ডা জেলার কোঠানন্দিকোন্ডা গ্রামের বাসিন্দা। গত ৪ মে তার করোনা ধরা পড়ে। বাড়িতে আলাদা থাকার জায়গা নেই। কোনো আইসোলেশন সেন্টারও খালি নেই। ফলে বাধ্য হয়ে সংক্রমণ ছড়ানো এড়াতে বাড়ির একপাশে থাকা গাছের ডালে উঠেছেন এই যুবক।
কলকাতা ২৪