ভারতের মণিপুর বিধানসভা নির্বাচনে ৬০টি আসনেই প্রার্থী ঘোষণা করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। প্রার্থী পছন্দ না হওয়ায় অনেক বিজেপি সমর্থক বিক্ষোভে নেমেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহও করেছে তারা।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ জানুয়ারি) বিজেপি সমর্থকেরা মোদি ও মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের কুশপুত্তলিকা পুড়িয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মণিপুর রাজ্যজুড়ে বিজেপির বিভিন্ন দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ইম্ফল শহরে বিজেপির প্রধানকার্যলয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে অনেক বিজেপি নেতা পদত্যাগ করেছেন। তবে ঠিক কতজন পদত্যাগ করেছেন তা জানানো হয়নি।
খবরে বলা হয়েছে, বিজেপির ঘোষণা করা ৬০টি আসনে প্রার্থীর মধ্যে আছেন অন্তত ১০ জন সাবেক কংগ্রেস নেতা। যারা কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। বর্তমানে বেশিরভাগ অসন্তুষ্ট নেতাদের মধ্যে রয়েছেন তারা যারা কংগ্রেস থেকে নেতাদের কারণে প্রার্থীতা পাননি।