ফুটবল-প্রিমিয়ার লিগ : লিস্টারকে হারিয়ে তিনে চেলসি, সিটি বিরুদ্ধে ব্রাইটনের জয় 

১৯ মে ২০২১

শীর্ষ চারের অন্যতম প্রতিদ্বন্দ্বী লিস্টার সিটিকে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের তিনে উঠে এসেছে চেলসি। এদিকে দিনের অন্য ম্যাচে সদ্য শিরোপা জয় করা ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে পরাজিত করেছে ব্রাইটন।

মঙ্গলবার থেকে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে সীমিত ভাবে হলেও দর্শকদের মাঠে ফেরাটা ছিল ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ। ব্রিটিশ সরকার করোনাভাইরাসের বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ডিসেম্বরের পর প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে দর্শকরা মাঠে ফেরার সুযোগ পেয়েছিল। লিস্টারকে হারিয়ে তৃতীয় স্থানে ওঠা স্ট্যামফোর্ড ব্রিজে বসে উপভোগ করেছে ৮ হাজার চেলসি সমর্থক। 

অন্যদিকে চ্যাম্পিয়ন সিটিকে হারানোর স্মরণীয় ম্যাচটির সাক্ষ্মী হয়ে থাকলো ৭৯০০ ব্রাইটন সমর্থক। ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের সাথে ১-১ গোলের ড্র হওয়া ম্যাচে ১০ হাজার ইউনাইটেড সমর্থকের উপস্থিতি ছিল। লিডসের বিপক্ষে অবশ্য ২-০ গোলের পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার সাউদাম্পটন সমর্থক।


মন্তব্য
জেলার খবর