মন্তব্য
তারকা স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচের শেষ পর্যন্ত ইউরোতে খেলা হলো না। ইনজুরি আক্রান্ত হওয়ার কারণে ২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা হলো না তার। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন জর্ডান লারসন।
ফিরেছিলেন ইব্রা। কিন্তু মাসের শুরুতে জুভেন্টাসের বিপক্ষে সিরি-আ লিগে খেলতে গিয়ে হাঁটুতে আঘাত পান।
মার্চে সর্বশেষ যে জাতীয় দল মাঠে নেমেছিল সেই দলে ছিলেন না লারসন। এ প্রসঙ্গে এন্ডারসন বলেছেন, ‘মার্চে সে আমাদের সাথে ছিল না কারণ তখন তার ফর্ম খুব একটা সন্তোষজনক ছিল না। আমার হাতে চারজন ফরোয়ার্ড ছিল। কিন্তু এখন তার মধ্যে থেকে জ্লাটান ছিটকে পড়েছে। সে কারণেই আমি লারসনকে বেছে নিয়েছি।’
২৩ বছর বয়সী লারসন রাশিয়ান প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে স্পার্তাক মস্কোর হয়ে ২০ ম্যাচে ১০ গোল করেছিলেন।