অলিম্পিক বাতিলের পক্ষে এবার মত দিয়েছেন জাপানীজ চিকিৎসকদের একটি গ্রুপ। এমনকি গেমস আয়োজক সূত্রমতে জানা গেছে অলিম্পিকে নিয়োজিত মেডিক্যাল ভলান্টিয়াররা ঐসব চিকিৎসকদের সাথে একমত পোষণ করে আবেদন জানিয়েছেন।
টোকিস গেমস শুরু হতে ১০ সপ্তাহেরও কম সময় বাকি আছে। কিন্তু এখনো জাপানের করোনা পরিস্থিতির ভয়াবহতা কমার লক্ষণ নেই। আর তাই গ্রীষ্মকালীন এই গেমস বাতিলের পক্ষে প্রতিদিনই স্থানীয় জনগন মত প্রকাশ করছেন। কিন্তু অলিম্পিক কর্তাব্যক্তিরা একটি নিরাপদ ও সুস্থ গেমসের নিশ্চয়তা দিয়েই যাচ্ছে। যেকোনো মূল্যে তারা এই গেমস আয়োজন করতে চায়।
টোকিওতে কর্মরত প্রায় ৬ হাজার চিকিৎসকের একটি গ্রুপ জানিয়েছে তারা ভাইরাসের চতুর্থ প্রবাহ সামলাতে হিমশিম খাচ্ছে। যে কোনো সময় আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়ে যেতে পারে বলেও তারা শঙ্কা প্রকাশ করছেন। এক বিবৃতিতে এই গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আক্রান্ত ও একইসাথে মৃত্যুর সংখ্যা বিবেচনায় এই মুহূর্তে গেমসটি বাতিলের পক্ষে আমরা সুপারিশ করছি।’