এশিয়া কাপ বাতিল

১৯ মে ২০২১

মহামারি করোনভাইরাসের প্রকোপ না থামায় বাতিল করা হয়েছে আগামী জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেট। শীর্ষ আয়োজকরা আজ একথা নিশ্চিত করেছেন।

গেল বছর পাকিস্তানের অনুষ্ঠিত হবার কথা ছিলো টুর্নামেন্টটি। সেটিও মহামারির কারণে সেখানে অনুষ্ঠিত হতে পারেনি।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহি অ্যাশলে ডি সিলভা বলেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে চলতি মাসের জুনে টুর্নামেন্টের খেলা হওয়া সম্ভব না।’

তিনি জানান, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্র্যন্ত টুর্নামেন্টটি পিছিয়ে রাখতে হবে। কারণ বেশিরভাগ দল ইতোমধ্যে আগামী দু’বছরের জন্য নিজেদের সূচির পরিকল্পনা করেছে।

 


মন্তব্য
জেলার খবর