বৃহস্পতিবার বাংলাদেশের অনুশীলন ম্যাচ 

১৯ মে ২০২১

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়াই নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে বৃহস্পতিবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

প্রাথমিক স্কোয়াডে থাকা খেলোয়াড়দের দু’দলে বিভক্ত করে অনুশীলন ম্যাচটি অনুষ্ঠিত হবে। ঐ ম্যাচের পর সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছে বিসিবি কর্মকর্তারা।

সিরিজের প্রস্তুতি হিসেবে পরের দিন শুক্রবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী শ্রীলঙ্কা।

২৩ মে ওয়ানডে সিরিজ শুরুর আগে ২২ মে করোনা পরীক্ষা করা হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটার ও স্টাফদের। সিরিজের বাকি ওয়ানডেগুলো হবে ২৫ ও ২৮ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


মন্তব্য
জেলার খবর