মন্তব্য
জিম্বাবুয়ে সফরের দুই টেস্টেই ইনিংসে ব্যবধানে এবং টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও, ব্যাটিং অর্ডার যেন পছন্দ হচ্ছে না শোয়েব আখতারের।
পিটিভি স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে ক্ষুদ্ধ শোয়েব কথা বলেছেন দলের বর্তমান অবস্থা সম্পর্কে। তার ভাষ্য, ‘পাকিস্তান দল জয়ের মধ্যে আছে, এতে দোষের কিছু নেই। এই জয়ী দলে খেলেও, যদি কেউ ভালো না করে তাহলে তো কিছু বলার নেই।’
ক্রিকেটারদের সমালোচনা করার কোনো দরকার ছিল না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘একটা সিরিজ চলছিল, এ জন্য ওই সময় আমরা তাদের সমর্থন দিয়ে গেছি। যাতে তারা সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। এখন সিরিজ শেষ হয়ে গেছে, চিৎকার করে বলবো, এমন ক্রিকেট আর খেলো না। এটা মানা যায় না। এভাবেই যদি খেলতে থাকো, তাহলে ব্যর্থ হতেই থাকবে।’