আমির পিসিবিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন : কানেরিয়া

১৯ মে ২০২১

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া দলের আরেক সাবেক পেস বোলার মোহম্মদ আমিরের বিরুদ্ধে অভিযোগের তীর ছড়ে দিলেন। আমির নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন বলে তার অবিযোগ। দানিশ কানেরিয়া নিজের ইউটিউব চ্যানেলে এ মন্তব্য করলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মোহম্মদ আমির বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অপমানজনক আচরণের কারণেই তিনি দ্রুত অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ওই ভিডিওতে দানিশ কানেরিয়া বলেন, আমি আমিরের মন্তব্য প্রসঙ্গে একটাই কথা বলতে চাই যে প্রত্যেকেরই নিজেদের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আমি মনে করি যে সে নিজের বক্তব্যের মাধ্যমে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যাতে জাতীয় ক্রিকেট দলে আবারও ফিরে আসতে পারে। সে নিজেই বলেছে যে ইংল্যান্ডে থাকতে চায়, সেখানকার নাগরিকত্ব নিতে চায়, তারপর ভারতে খেলতে চায়। এই পরিস্থিতিতে আপনারাই ওর মানসিকতা বিচার করুন।

কানেরিয়া আরও যোগ করেন, আমিরের এটা বোঝা উচিত যে স্পট ফিক্সিং কাণ্ডের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে জাতীয় ক্রিকেট দলে ফিরিয়ে এনে মহানুভবতার পরিচয় দিয়েছিল। কিন্তু বিগত দেড় বছর ধরে তার পারফরম্যান্স একদম নেই বললেই চলে। এটা মেনে নিচ্ছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। কিন্তু তারপর থেকে পারফরম্যান্স ক্রমশ খারাপ হতে থাকে।


মন্তব্য
জেলার খবর